ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শান্তিনগর এলাকায় পাথরবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার অপর তিন যাত্রী। তাদের জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার (০১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সরাইল বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
টিআই