ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজনগরে ট্রাক উল্টে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
রাজনগরে ট্রাক উল্টে নিহত ২

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ট্রাক উল্টে ট্রাকচালক মঞ্জু কালেখা (৩০) ও হেলপার বিদু নমসূত্র (৩৬) নামে দুইজন নিহত হয়েছেন।

রোববার (০১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হামিনাবাদ চা বাগান এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজনগর থানার উপ-পরিদর্শক (এএসআই) রাজীব হোসেন বাংলানিউজকে এ দুর্ঘটনার বিষয়টি জানান।

তিনি জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাককে উল্টে গেলে ঘটনাস্থলেই দু’জন মারা যান। নিহত দু’জনের মরদেহ স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এফবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।