ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

প্রকাশক-ব্লগার হত্যা ও হামলার ঘটনায় বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
প্রকাশক-ব্লগার হত্যা ও হামলার ঘটনায় বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ

ঢাকা: প্রকাশক ও ব্লগার ফয়সাল আরেফিন দীপন, আহমেদুর রশীদ টুটুলসহ আরও দুই জনের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রোববার (০১ নভেম্বর) ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস, যুক্তরাজ্যের হাইকমিশন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘের পক্ষ থেকে পাঠানো পৃথক বার্তায় এ উদ্বেগ প্রকাশ করা হয়।



এসব বার্তায় শনিবার (৩১ অক্টোবর) প্রকাশক ও ব্লগার ফয়সাল আরেফিন দীপন, আহমেদুর রশীদ টুটুল এবং আরও দুই জনের ওপর যে কাপুরুষোচিত হামলা হয়েছে তার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

একই সঙ্গে হামলায় নিহত আরেফিন দীপনের পরিবার, বন্ধু  ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। আহতদের স্বজন ও বন্ধুদের প্রতি সহানুভূতি প্রকাশ করা হয়েছে।

বার্তায় বলা হয়, চলতি বছরে ব্লগার ও লেখক নিলয় চক্রবর্তী, ওয়াসিকুর রহমান, অনন্ত বিজয় দাশ ও অভিজিত রায় হত্যার মতো এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড রুখতে সরকারসহ সবাইকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

যে সব বাংলাদেশি এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে তারা তাদের পাশে আছে বলেও বার্তায় জানানো হয়।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডব্লিউ ওয়াটসকিন এক বিবৃতিতে বলেছেন, অনাকাঙিক্ষত এসব হত্যাকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের পক্ষ থেকে নিন্দা প্রকাশ করা উচিত।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য অপরাধীদের বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান তিনি।

রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেট এলাকায় শনিবার (৩১ অক্টোবর) জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই দিনে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলা চালিয়ে প্রকাশক ও লেখক আহমেদুর রশীদ টুটুল, লেখক-গবেষক ও ব্লগার সুদীপ কুমার ওরফে রণদীপম বসু ও কবি তারেক রহিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
জেপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।