লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় মুনতাসির মাওলা মুন (৩৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।
রোববার (০১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বুড়িমারী লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কের কালিরথান এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাটগ্রাম থানার উপ-পরিদর্শক(এসআই) সহিদুল ইসলাম বাংলানিউজকে এ দুর্ঘটনার বিষয়টি জানান।
নিহত শিক্ষক মুনতাসির মাওলা মুন ধবলসতী হরি সভা গ্রামের গোলাম মর্তুজার ছেলে। তিনি পাটগ্রাম তারকনাথ স্কুল অ্যান্ড কলেজের খণ্ডকালীন শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুন মোটরসাইকেল যোগে তার ধবলসতী হরি সভা গ্রামের বাড়িতে যাওয়ার পথে কালিরথান এলাকায় পৌঁছালে বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পাথর বোঝাই একটি ট্রাক (সিরাজগঞ্জ ট ১১-০০৬৮) ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ সময় ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
টিআই