সিলেট: মৌলভীবাজারে অপহৃত তরুণীকে (১৫) সিলেট নগরীর আম্বরখানা এলাকায় উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।
আটকেরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার সাধুঘাটি কমিপুর গ্রামের আব্দুল্লার ছেলে আব্দুল আজিজ (৩৫) ও সিলেটের জকিগঞ্জ উপজেলার এওলাসর গ্রামের আব্দুল আহাদের ছেলে সুমন আহম্মদ (২৭)।
সিলেটের র্যাব কর্মকর্তা এএসপি মাঈন উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধমে সংবাদকর্মীদের এ তথ্য জানান।
আটকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উদ্ধার হওয়া ওই তরুণী কবে অপহৃত হয়েছিলেন তা সুনির্দিষ্ট করে জানাতে পারেননি মাঈন উদ্দিন।
বাংলাদেশ সময়: ০৩৫৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এনইউ/টিআই