ঢাকা: রাজধানীর আদাবর এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (০২ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে আদাবর থানার রোড নম্বর-১৪ এলাকায় ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে দুর্বৃত্তরা তাকে ফেলে রাখে যায়। নিহতের পরনে লুঙ্গি ও চেক শার্ট ছিলো।
সকাল পৌনে ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা ছিলো।
নিহতের বয়স প্রায় ৩৫ বছর হবে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান কবির হোসেন।
বাংলাদেশ সময়: ০৬৫৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
টিআই