রাবি: প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে গলা কেটে হত্যা ও আরো তিন প্রকাশক ও ব্লগারের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সাংস্কৃতিক জোট প্রতিবাদ র্যালি ও মানববন্ধন করেছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় র্যালিটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে ধারাবাহিক ভাবে মুক্তমনা লেখক ও ব্লগারদের হত্যা করা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে এসব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে, কিন্তু তার কোনো বিচার হচ্ছে না। পরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ড ঘটনো হচ্ছে দাবি করে বক্তারা হত্যার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
রাবি কেন্দ্রীয় সংস্কৃতিক জোটের সহ-সভাপতি আশিকুর রহমান হিমেলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-জোটের সভাপতি মণ্ডলির সভাপতি সোহেল রানা, রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনী, রাবি বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, রাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সহ-সভাপতি তাসনুভা তাহরিন অন্তরা প্রমুখ।
মানববন্ধনে সাংস্কৃতিক জোটের কর্মীরা প্রতিবাদী গণসংগীত পরিবেশন করেন। এ সময় বিশ্ববিদালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরএ