ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বসিক প্যানেল মেয়রের রিভলবার চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
বসিক প্যানেল মেয়রের রিভলবার চুরি

বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের (বসিক) প্যানেল মেয়র আলহাজ কে এম শহীদুল্লাহর লাইসেন্স করা রিভলবার চুরি হয়েছে।
 
এ ঘটনায় তিনি রোববার (০১ নভেম্বর) মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এতে অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামল‍া করা হয়েছে।

রোববার রাতে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) আনসার উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, রিভলবার চুরির বিষয়টি নিয়ে ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। খুব শিগগিরই এটি উদ্ধার করা হবে বলে আশা করছি।
 
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২টার পর থেকে প্যানেল মেয়রের মেডিকেল লেনের নিজ বাসভবন থেকে তার লাইসেন্স করা রিভলবারটি খুঁজে পাওয়া যাচ্ছে না। রিভলবারে আট রাউন্ড গুলিও ছিলো।

শুক্রবার বিকেল ৪টার পর থেকে শনিবার বেলা ১২টার মধ্যে রিভলবারটি চুরি হয়েছে বলে ধারণা করছেন মেয়র কে এম শহীদুল্লাহ।

রিভলবার না পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি থানা পুলিশকে বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।