ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সকালে ঢাবিতে গণজাগরণ মঞ্চের কালো ব্যাজ ধারণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
সকালে ঢাবিতে গণজাগরণ মঞ্চের কালো ব্যাজ ধারণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: লেখক-প্রকাশকদের ওপর হামলার প্রতিবাদে এবং এতে জড়িতদের শাস্তি দাবিতে সোমবার (২ নভেম্বর) শোক দিবসের অংশ হিসেবে সকালে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ।

সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের সম্মুখে অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন গণজাগরণ মঞ্চের কেন্দ্রীয় সংগঠকবৃন্দ।

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে হত্যা; কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ও লেখক-গবেষক রণদীপম বসুকে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং তাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (১ নভেম্বর) মঞ্চের বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ওই সমাবেশে মঙ্গলবার (৩ নভেম্বর) সারাদেশে অর্ধদিবস হরতাল পালনেরও ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চ।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।