ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস উল্টে পিংকি আক্তার (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ২০ জন।
সোমবার (০২ নভেম্বর) সকালে উপজেলার হাজিরবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিংকি আক্তার গফরগাঁও উপজেলার উথুরী চন্দ্রপুর গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ঢাকা থেকে নেত্রকোনাগামী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৫৫৪২) নিয়ন্ত্রণ হারিয়ে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ওপরে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। আহত কমপক্ষে ২০ জনের মধ্যে ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এএসআর