ঢাকা: ৮ম জাতীয় বেতন স্কেল সংশোধন করে বৈষম্য নিরসনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপিডিপ্রকৌস)।
সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকবর সরকার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পেশাজীবী হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীরা ৮ম জাতীয় বেতন স্কেলে বেশি বৈষম্যের শিকার হয়েছেন। ঘোষিত বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল না দেওয়ার কারণে গোটা চাকরি জীবন অমানবিকভাবে একই গ্রেডে চাকরি করতে হবে ডিপ্লোমা প্রকৌশলীদের।
তিনি দাবি তুলে বলেন, ৮ম জাতীয় বেতন স্কেলের ধাপ ২০টির পরিবর্তে ১৬টি নির্ধারণ করে ডিপ্লোমা প্রকৌশলীদের গ্রেড ৭ম নির্ধারণ করতে হবে। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল দিয়ে গ্রেড পরিবর্তনের সুযোগ রাখতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সমিতির সভাপতি আক্তার ফারুক খান, সহ-সভাপতি (ঢাকা) আব্দুস সোবহান আজাদ, সহ-সভাপতি মীর রাশেদুল হাসান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
এসএ/এএ