ঢাকা: দুই মেয়াদের ১৬টি অধ্যাদেশ আইনে পরিণত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
সোমবার (০২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি অবহিত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মার্শাল ল’ আইনে পরিণত করার জন্য বাধ্যবাধকতা রয়েছে।
‘১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত জারিকৃত অধ্যাদেশ কার্যকরণ (বিশেষ বিধান) আইন, ২০১৩’ এবং ‘১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত জারিকৃত কতিপয় অধ্যাদেশ কার্যকরণ (বিশেষ বিধান) আইন, ২০১৩’ এর তফসিল সংশোধনের বিষয় মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।
এ দুই সময়ের ১৬৬টির মধ্যে ১৬টি আইন হয়েছে। বাকিগুলো পাইপলাইনে আছে, সময় লাগবে।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এমআইএইচ/জেডএস