রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে উদ্ধার হওয়া বোমা দু’টির বিস্ফোরণ ঘটিয়েছে ঢাকা থেকে যাওয়া র্যাবের বিশেষজ্ঞ একটি দল।
সোমবার (০২ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বোমা দু’টির বিস্ফোরণ ঘটানো হয়।
এর আগে বেলা ১১টার দিকে র্যাব সদর দফতর থেকে বোমা বিশেষজ্ঞ দলটি পুঠিয়ায় পৌঁছায়।
বোমার বিস্ফোরণ ঘটানোর সময় রাজশাহীর পুলিশ সুপার (এসপি) নিশারুল আরিফ, সহকারী পুলিশ সুপার (পুঠিয়া সদর সার্কেল) আসলাম উদ্দীন, র্যাব-৫ এর এএসপি তোফায়েল আহমেদ ও পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, রোববার (০১ নভেম্বর) দুপুরে উপজেলার বানেশ্বরে দু’টি হাতবোমা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা বোমা রাখার ওই স্থানটি ঘিরে রাখেন।
রাজশাহী র্যাব-৫ এর এএসপি রেজি নুর জানান, বানেশ্বর কলেজের পেছনে আবুল খায়েরের কাঠমিলের পাশে একটি ব্যাগে করে বোমা সদৃশ বস্তু দু’টি ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেন। বিকেলে থানা পুলিশ বস্তু দু’টি নিস্ক্রিয় করার জন্য র্যাবকে জানায়।
তবে বস্তু দু’টি শক্তিশালী বোমা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পর ঢাকার বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়। পরীক্ষার পর ঢাকার দলটি বোমা দু’টির বিস্ফোরণ ঘটায় বলেও জানান তিনি।
কে বা কারা ঠিক কী উদ্দেশ্যে বোমা দু’টি সেখানে রেখেছিল তা পুলিশ ও র্যাব যৌথভাবে খতিয়ে দেখছে। এ ব্যাপারে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসএস/এএসআর