ঢাকা: ব্যানারে নাম না থাকায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের তুলকালামের বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনানুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদ সচিবকে বিষয়টি অবহিত করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব দিবসের অনুষ্ঠানের ব্যানারে নাম না থাকায় মন্ত্রণালয়ে তুলকালাম কাণ্ড ঘটান আরিফ খান জয়।
এদিন সকালে যুব দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্যানারে নাম না দেখে ক্ষিপ্ত হন উপমন্ত্রী। কথা কাটাকাটিও হয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সঙ্গে। অনুষ্ঠান ছেড়ে চলে যেতেও উদ্যত হন তিনি। পরে প্রতিমন্ত্রীর রফায় অনুষ্ঠানে থেকে উপমন্ত্রী দুপুরে মন্ত্রণালয়ে ফেরেন। সেখানে গিয়েই তিনি ক্ষিপ্ত হন দায়িত্বশীল কর্মকর্তাদের ওপর।
দুপুরে মন্ত্রণালয়ে ঢুকেই আরিফ খান জয় সহকারী সচিব গোলাম কবিরের রুমে যান। তাকে রুম থেকে বের করে দিয়ে তালা দিয়ে দেন। এরপর যুগ্ম-সচিব মাসুদ মিয়ার টেবিল চাপড়ে ক্ষোভ প্রকাশ করেন। যুগ্ম-সচিব এবং সহকারী সচিবকে গালাগালও করেন বলে জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ ঘটনায় কিছু সময়ের জন্য তুলকালাম চলে মন্ত্রণালয়ে। পরে প্রতিমন্ত্রী বীরেন শিকদারেরই প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়নি। তবে আমাকে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
মন্ত্রিসভার এক সদস্যের কাছে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বাংলানিউজকে জানান, বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়নি। তবে যুব অনুষ্ঠানের ব্যানারে তার নাম থাকা উচিত ছিল। প্রতিমন্ত্রীর নাম থাকবে, উপমন্ত্রীর নাম থাকবে না কেন? তবে তার প্রতিবাদের ভাষা ঠিক ছিল না।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসএমএ/এইচএ