ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় লেখক, প্রকাশক ও ব্লগার হত্যার প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
বরগুনায় লেখক, প্রকাশক ও ব্লগার হত্যার প্রতিবাদে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: ঢাকায় লেখক, প্রকাশক ও ব্লগারদের হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) দুপুর ১২টায় প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।



এ সময় সংক্ষিপ্ত সমাবেশে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর সভাপতি আনোয়ার হোসেন মনোয়ারের সভাপতিত্বে, বক্তব্য রাখেন-উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মতিয়ার রহমান, লোক বেতারের স্টেশন ম্যনেজার মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাফর হোসেন হাওলাদার, বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির বরিশালের সভাপতি মো. আমিনুর রহমান ও সাংবাদিক স্বপন দাস প্রমুখ।
 
এ সময় বক্তারা, অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে বিচার ও লেখক প্রকাশকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ ৭১ প্রগতিশীল সংগঠন সমূহ ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বরগুনা এ মানববন্ধনের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।