নতুন দায়িত্বে অভিষিক্ত হচ্ছেন তানিম কবির। আড্ডাবাজ, বন্ধুবৎসল, সদা কবিতামগ্ন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তানিমকে সবাই এক নামে চেনে।
স্বভাব-ভবঘুরে হলেও কাজের কাজী তানিম কর্মক্ষেত্রে দায়িত্ব সচেতন। ‘রন্ধন এবং চুল বান্ধন’ দু’কাজেই সমান পটু। ২০১২ সালের অক্টোবর থেকে সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসা তানিম এখন থেকে বাংলানিউজের ফিচার সম্পাদকের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তিনি বাংলানিউজের সাহিত্য বিভাগের দায়িত্বও পালন করবেন। উদ্যমী এই তরুণ তুর্কি একাধারে কবি, গল্পকার ও সাহিত্য সংগঠক।
‘ওই অর্থে’(২০১৪) এবং ‘সকলই সকল’(২০১৫) নামে ‘শুদ্ধস্বর’ প্রকাশনী থেকে তার দুটি কবিতাবই বেরিয়েছে; যা বিপুল পাঠকের মনোযোগ ও প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশের কবিতায় নতুন প্রজন্মের উল্লেখযোগ্য কবিদের অন্যতম তিনি। তার প্রথম কবিতাবই ‘ওই অর্থে’-র জন্য চলতি বছর ভারতের পশ্চিমবঙ্গের ‘আদম সম্মাননা পুরস্কার’-এর জন্য মনোনীত করা হয়েছে তাকে। আগামী বছরের শুরুর দিকে তার হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হবে। বাংলানিউজের মাধ্যমে অনলাইনভিত্তিক সাহিত্যচর্চায় উদ্যমী ভূমিকা পালন করেছেন এই তরুণ। তানিম কবিরের জন্ম ফেনীতে। ২০১৬ সালের বাংলা একাডেমি অমর একুশে বইমেলায় তার কবিতা ও গল্পের দুটি বই প্রকাশিত হতে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
জেডএম/