ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
সাটুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু মিয়া (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



মৃত বাচ্চু মিয়া ওই এলাকার মৃত মাগল শেখের ছেলে।

স্থানীয় মাত‍ুব্বর এছাক মিয়া বাংলানিউজকে বলেন, সকালে কৃষক বাচ্চু মিয়া তার নিজের বাড়ির গাছের ডাল কাটছিলেন। এ সময় হঠাৎ বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। টের পেয়ে স্থানীয়রা বাচ্চু মিয়াকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।