ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে প্রকাশ্যে অস্ত্রধারীদের হামলা, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
সিলেটে প্রকাশ্যে অস্ত্রধারীদের হামলা, আহত ২ ছবি: নাছির/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সিলেট নগরীতে প্রকাশ্যে প্রতিপক্ষকে ধাওয়া করেছেন একদল অস্ত্রধারী যুবক। এ ঘটনায় দুই যুবক আহত হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

আহতরা হলেন, শিকিল আহমেদ (১৮) ও রাসেল আহমেদ (২০)।

সোমবার (০২ নভেম্বর) বেলা ১টার দিকে নগরীর লামাবাজার পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লামাবাজার খুলিয়াপাড়া কলোনি থেকে রাম দা হাতে আট থেকে দশজন যুবক অন্য পক্ষকে ধাওয়া করেন। অজ্ঞাত পরিচয় যুবকরা লামাবাজার ফাঁড়ির সামনে গিয়ে দুই যুবককে কুপিয়ে জখম করেন। এসময় একটি মোটরসাইকেল ভাংচুর করেন ‍তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অস্ত্রধারী যুবকরা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের শরীরে অস্ত্রোপচার চলছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে বলেন, কলোনির ছেলেদের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে একটি পক্ষ অন্য পক্ষের ওপর হামলা করে। এতে দুই যুবক আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এনইউ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।