যশোর: যশোরে বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মীসহ ৬৫ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (০১ নভেম্বর) দিনগত রাত থেকে সোমবার(০২ নভেম্বর) দুপুর পর্যন্ত জেলার আটটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
যশোর জেলা পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ সদস্য মিজানুর রহমান মিজান বাংলানিউজকে জানান, আটকদের মধ্যে বিএনপির ১, জামায়াতের ২১ ও শিবিরের ২ নেতাকর্মী রয়েছেন। বাকিরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি।
তিনি আরও জানান, আটকদের সোমবার (০২ নভেম্বর) দুপুর ও বিকেলে যশোর আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশের একাধিক সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে সবকিছু স্বাভাবিক রাখতে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। এই অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
পিসি