ঢাকা: জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশিদ চৌধুরী টুটুল, কবি তারেক রহিম ও লেখক রণদীপম বসুকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় জড়িতরা ধর্মান্ধ জঙ্গি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম।
সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হামলায় আহত আহমেদুর রশিদ চৌধুরী টুটুল, কবি তারেক রহিম ও লেখক রণদীপম বসুকে দেখতে আসেন মন্ত্রী। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, প্রগতিশীল লেখক-প্রকাশকদের এভাবে হত্যা ও আহত করা হয়েছে। এটা খুবই দুঃখজনক।
নাসিম আরও বলেন, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দমন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অতীতের মতো হত্যাকারীদের নেপথ্যে থাকা অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হবে।
ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে ব্যাপারে প্রশাসন আরও কঠোর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীপনের বাবার বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ মন্তব্যে করে আবার তিনি নিজেই দুঃখ প্রকাশ করেছেন। এ ব্যাপারে আমার আর কিছু বলার নেই।
আহত তারেককে বিদেশে নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে সরকারি ব্যবস্থাপনায় আহতদের চিকিৎসা চলছে। প্রয়োজনে চিকিৎসকরাই এ ধরনের ব্যবস্থা নেবেন।
এ সময় দ্রুততার সঙ্গে আহতদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করায় ঢামেক’র পরিচালক ও চিকিৎসকদের ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ০২ নভেম্বর, ২০১৫
এজেডএস/জেডএফ/আরএম