ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ২ অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
চাঁদপুরে ২ অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত ছবি: প্রতীকী

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার দোকানঘর এলাকায় ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মনির হোসেন শেখ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (০২ নভেম্বর) দুপুরে চাঁদপুর-হাইমচর সড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহত মনির হোসেন একই ইউনিয়নের রামদাসদী শেখ বাড়ির লতিফ শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মনির অটোরিকশা করে চাঁদপুরের দিকে আসছিলেন। এ সময়  বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মনির মাথায় মারাত্মক আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক বেলায়েত হোসেন বাংলানিউজকে জানান, হাসপাতালে আনার পথেই মনিরের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।