(শাবিপ্রবি): দেশব্যাপী প্রগতিশীল লেখক, ব্লগার ও প্রকাশকদের উপর নৃশংস হামলা ও হত্যার বিচারের দাবি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার (০২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মৌনমিছিল শেষে সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীরা এ দাবি জানান।
তারা বলেন, অবিলম্বে এসব হত্যাকাণ্ড বন্ধ করতে হবে ও দোষীদের শাস্তি দিতে হবে। পরিকল্পিতভাবে দেশকে সন্ত্রাসী রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা সুদীপ্ত বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদার, প্রক্টর কামরুজ্জামান চৌধুরী, সহযোগী অধ্যাপক ফারজানা সিদ্দীকা, সোহেল রানা, সম্মিলিত জোটের সাবেক আহ্বায়ক সারোয়ার তুষার প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আমিনুল হক ভূইয়া বলেন, মানুষের মুক্তচিন্তা না থাকলে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। অবশ্যই এসব হত্যাকাণ্ডের বিচার করতে হবে ও দোষীদের শাস্তি হতে হবে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসএস