ঢাকা: কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে মিজানুর রহমানকে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। বর্তমান হাইকমিশনার কামরুল আহসানের স্থলাভিষিক্ত হবেন তিনি।
সোমবার (০২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা বর্তমানে মন্ত্রণালয়ের (দ্বিপক্ষীয় ও কনস্যুলার অ্যাফেয়ার্স) সচিব হিসেবে কর্মরত আছেন।
এরইমধ্যে মিশর ও নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসেও কাজ করেছেন তিনি।
পাশাপাশি বিভিন্ন অ্যাসাইনমেন্টে কলোম্বো, মস্কো এবং ম্যানচেস্টারে বাংলাদেশ দূতাবাসে কাজ করেছেন মিজানুর রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা এই কর্মকর্তা ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এমএ/