ঢাকা: রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরের স্বত্ত্বাধিকারী আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ ৩ জনকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
সোমবার (০২ নভেম্বর) বেলা ৩টা ২০ মিনিটে টুটুল নিজেই বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন।
মামলা দায়েরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।
এই বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বাংলানিউজকে জানান, প্রকাশক টুটুল নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
মামলা নম্বর ০৪। মামলাটি ইন্সপেক্টর (অপারেশন) আফজাল হোসেন তদন্ত করবেন।
টুটুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকে টুটুলের এক স্বজন মামলার এজহার মোহাম্মদপুর থানায় দাখিল করেন।
এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন- এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালিয়ে টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫/আপডেট ১৬৪৬ ঘণ্টা
এনএইচএফ/বিএস
** জাগৃতির প্রকাশক দীপন হত্যায় মামলা