ঠাকুরগাঁও: ৫ জানুয়ারি নির্বাচনে ঠাকুরগাঁওয়ে সহকারী প্রিজাইডিং অফিসার জবায়দুর রহমান হত্যা মামলায় ৪৯ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (০২ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা জজ হায়দার আলীর আদালতে আসামিরা হাজির হয়ে জামিনের আবেদন করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, সহাকারী প্রিজাইডিং অফিসার জবায়দুর রহমান হত্যা মামলায় ১৮ জন আসামি পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ছেপড়িকুড়া ভোটকেন্দ্রে হামলা চালায় বিএনপি-জামায়াত কর্মীরা। এ সময় গুলিতে নিহত হন ভোটকেন্দ্রে নিয়োজিত সহকারী প্রিজাইডিং অফিসার জবায়দুর রহমান।
পরে পুলিশ বাদী হয়ে ১২৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ২০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ বিষয়টি তদন্ত করে ১২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। পরে ৫৭ জন আসামি হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসআর