ঢাকা: এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।
সোমবার (২ নভেম্বর) দুপুর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে যোগ দেন কয়েকশ' শিক্ষক-শিক্ষিকা।
এ সময় বক্তারা বলেন, মাধ্যমিক স্তরে বিভিন্ন পর্যায়ে ৮ হাজারের বেশি স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির অপেক্ষায় আছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত লক্ষাধিক শিক্ষক-কর্মচারী ২০ লাখের বেশি শিক্ষার্থীদের পাঠদানে নিয়োজিত। কিন্তু দীর্ঘ ১০ থেকে ১৫ বছর বিনা বেতনে চাকরি করে তারা মানবেতর জীবনযাপন করছেন।
দাবি জানিয়ে তারা বলেন, স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও দিতে হবে। অবিলম্বে সব স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ইনডেক্স নম্বর দিতে হবে। স্বীকৃতির সময় থেকে চাকুরির বয়স গণনা করতে হবে। এমপিও প্রদানে কোনো ধরণের অনিয়ম, পক্ষপাত বা দুর্নীতি চলবে না। স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও শেষ না হওয়া পর্যন্ত নতুন প্রতিষ্ঠান অনুমোদন দেওয়া যাবে না।
আমরণ অনশনে নেতৃত্ব দিচ্ছেন- নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মো. এশারত আলী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার কুন্ডু, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
এসএ/আরএম