ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আন্তঃঅঞ্চল সেনা সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
আন্তঃঅঞ্চল সেনা সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ‍সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল সেনা সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, রোববার (০১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের তত্ত্বাবধানে আর্মড ফোসের্স মেডিকেল ইনস্টিটিউট (এএফএমআই) অউিটরিয়ামে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় ঢাকা অঞ্চল দল চ্যাম্পিয়ন এবং রংপুর অঞ্চল দল রানার আপ হয়েছে। এতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত হন ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের মেজর সৈয়দ রিয়াসত আজীম।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান খান।

এর আগে গত ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এমএ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।