বগুড়া: বগুড়ায় জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাদিয়া আকতার (০৩) নামে এক শিশু আহত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে শহরের দত্তবাড়ি এলাকায় এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শিশু আহত হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, ওই ভবনে আব্দুল খালেক নামে এক ব্যক্তি পরিবার নিয়ে বসবাস করেন। তাদের লক্ষ্য করেই ভবনের ভেতরে ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করছেন তারা।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এমবিএইচ/এমএ/আরএম