ঢাকা: পবিত্র রমজান মাসে চার শনিবার অফিস খোলা রেখে এ চারদিন ঈদের ছুটির সঙ্গে যুক্ত করার প্রস্তাব উঠেছে মন্ত্রিসভায়।
সোমবার (০২ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনার সময় এ প্রস্তাব ওঠানো হয়।
অনির্ধারিত আলোচনার সময় প্রস্তাবে মজিবুল হক চুন্নু মন্ত্রিসভাকে বলেন, মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় এই উৎসবে দেশের প্রায় সব কর্মকর্তা-কর্মচারী নিজ বাড়িতে ফিরতে চান। এ কারণে রাস্তাঘাটে জ্যাম লেগে যায়। এছাড়া কম সময়ের কারণে (কম ছুটি পাওয়ায়) নানা সমস্যা দেখা দেয়।
এ বিষয়টি বিবেচনায় নিয়ে রমজান মাসের চারটি শনিবার ছুটির দিন অফিস খোলা রাখার ব্যবস্থা করে ওই চারদিন ঈদের ছুটির সঙ্গে যোগ করে দিলে সমস্যা থাকবে না। এতে রাস্তায় যানজট কমে যাবে। অফিস থেকে ছুটি নিয়ে মানুষ সহজে ঈদ করতে পারবে।
তবে এ প্রস্তাবে বাগড়া দেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এবার রমজানে বেশি ছুটি থাকছে। তাই এ বছর বাড়তি ছুটির প্রয়োজন হবে না।
এতে আলোচনার পরও প্রস্তাবটি মন্ত্রিসভায় গ্রহণ করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিসভার একজন বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন দিয়ে বিষয়টি শুনেছেন। তবে কোনো মন্তব্য করেননি।
হয়ত ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করা হবে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসএমএ/আইএ