ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জেডিসি পরীক্ষা

মতলবে কেন্দ্র সুপারসহ ৮ জনের জেল জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
মতলবে কেন্দ্র সুপারসহ ৮ জনের জেল জরিমানা ছবি: প্রতীকী

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ঘিলাতলী মাদ্রাসা কেন্দ্রে জেডিসি পরীক্ষার নৈর্ব্যক্তিক প্রশ্নের সমাধান করে পরীক্ষার্থীদের মাঝে উত্তর পত্র বিতরণের অভিযোগে ওই কেন্দ্রের সুপার আসাদুজ্জামানসহ চারজনকে কারাদণ্ড ও চার শিক্ষককে জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এ জেল-জরিমানার আদেশ দেন।



দণ্ডপ্রাপ্তরা হলেন-কেন্দ্র সুপার কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আসাদুজ্জামান ও অফিস সহায়ক সোলেনাম মজুমদারকে ২ বছর এবং কক্ষ পরিদর্শক কালিকাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক নেয়ামত উল্ল্যাহ ও ঘিলাতলী মাদ্রাসার শিক্ষক আহসান হাবিবকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এছাড়া একই অভিযোগে কক্ষ পরিদর্শক কালিয়াইশ ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো.ফয়জুল্লাহ, বাংলা প্রভাষক মো. শাহ মিরান, সহকারী শিক্ষক মো. আ.মতিন ও কাচিয়ারা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. নাছির উদ্দিনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেডিসি পরীক্ষার দ্বিতীয় দিনে উপজেলা ঘিলাতলী মাসাদ্রা কেন্দ্রে পরির্দশনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। এ সময় তিনি নৈর্ব্যক্তিক প্রশ্নের সমাধান করা উত্তরপত্র বিতরণের সময় অভিযুক্তদের হাতে নাতে আটক করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফারহানা ইসলাম বলেন, পাবলিক পরীক্ষা আইনে অপরাধ অনুযায়ী প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।