ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ডিবি’র হাতে যাচ্ছে দীপন হত্যা মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
ডিবি’র হাতে যাচ্ছে দীপন হত্যা মামলা

ঢাকা: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে যাচ্ছে জাগৃতি প্রকাশনীর প্রকাশক-মালিক ফয়সল আরেফিন দীপনের হত্যা মামলা।

সোমবার (০২ নভেম্বর) বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপ-কমিশনার (ডিসি) মাসরুকুর রহমান খালেদ।



তিনি বলেন, মামলাটি ডিবিতে হস্তান্তরের কথা রয়েছে। আজ (সোমবার) রাতে বা আগামিকাল (মঙ্গলবার) সকালের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে। মামলায় যতোটুকু তদন্ত এগিয়েছে, তার নথিপত্র শাহবাগ থানা পুলিশের কাছে চাওয়া হয়েছে।

মাসুকুর রহমান খালেদ আরও বলেন, নথিপত্র আনুষ্ঠানিকভাবে হাতে আসার পর আমরা তদন্ত শুরু করবো। তবে আগে থেকেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে ছায়া তদন্ত চলছিলো।

এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, মামলাটি এখনও আমাদের হাতে আছে। তবে তদন্তে এ পর্যন্ত যতোটুকু অগ্রগতি হয়েছে, তা চেয়েছে ডিবি। আনুষ্ঠানিক হস্তান্তরের অংশ হিসাবেই এটি চাওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহবাগ আজিজ মার্কেটের তৃতীয় তলায় জাগৃতির অফিস থেকে ফয়সল আরেফিন দীপনের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।