ঠাকুরগাঁও: জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।
সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের চৌরাস্তা থেকে মশাল মিছিলটি বের হয়।
মিছিলের আগে চৌরাস্তায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের সমন্বয়ক রেজওয়ানুল হক রিজু, সদস্য সুচরিতা দেব, আহসান হাবিব বাবু, মোস্তাফিজুর রহমান লিটন, অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরি, সাংবাদিক মনসুর আলী প্রমুখ।
দেশব্যাপী মঙ্গলবারের (০৩ নভেম্বর) হরতাল সফলের আহ্বান জানিয়ে বক্তারা ফয়সল আরেফিন দীপন হত্যা ও শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, লেখক রণদীপম বসু ও কবি তারেক রহিমকে হত্যাচেষ্টাকারীদের গ্রেফতারের দাবি জানান এ সময়।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরএইচ