ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দীপন হত্যা

জাবি গণজাগরণ মঞ্চের সড়ক অবরোধ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
জাবি গণজাগরণ মঞ্চের সড়ক অবরোধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: প্রকাশক দীপন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা।

মঙ্গলবার (০৩ নভেম্বর) ভোর সাড়ে ৬টা থেকে তারা মহাসড়ক অবরোধ করে রাখে।



গণজাগরণ মঞ্চের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র জোট, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা এই কার্যক্রমে অংশ নেন।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তন্ময় ধর বলেন, দীপন হত্যার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের ডাকে সকাল সাড়ে ৬টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে।

এদিকে অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে কিছু গাড়ি আটক‍া পড়েছে। কিছু গাড়ি বিকল্প পথে চলাচল করছে।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।