ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চলছে হরতাল, শাহবাগে যান চলাচল বন্ধ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
চলছে হরতাল, শাহবাগে যান চলাচল বন্ধ ছবি: রাজীব- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: লেখক ও প্রকাশকদের কুপিয়ে হত্যা ও হত্যাচেষ্টার প্রতিবাদে ডাকা গণজাগরণ মঞ্চের হরতাল রাজধানীর শাহবাগ মোড়েই সীমাবদ্ধ রয়েছে।

মঙ্গলবার (০৩ অক্টোবর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন রুটে প্রতিদিনের মতোই যান চলাচল করছে।

তবে রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা অন্য দিনের তুলনায় কম দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই রাস্তায় ‍অফিসগামী মানুষের ভিড়। বাসে উঠতে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন রাস্তার কর্মব্যস্ত মানুষ।

তবে হরতালে যান চলাচল বন্ধ রয়েছে শাহবাগ থেকে মৎস্য ভবন, শাহবাগ থেকে কাটাবন, শাহবাগ থেকে টিএসসি মোড় আর শাহবাগ থেকে রূপসীবাংলা হোটেল মোড় পর্যন্ত। এছাড়া রাজধানীর অন্যান্য সড়কে সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।

লেখক-প্রকাশক হত্যা ও হত্যা চেষ্টার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের দেশব্যাপী ডাকা অর্ধদিবস হরতাল চলাকালে সকাল ৬টা থেকে শাহবাগ চত্বরে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে হত্যা, কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ও লেখক-গবেষক রণদীপম বসুকে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং তাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার (০৩ নভেম্বর) সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করে গণজাগরণ মঞ্চ।

** চলছে গণজাগরণ মঞ্চের হরতাল, শাহবাগে যান চলাচল বন্ধ
** হরতালে আটকে গেলেন ক্রিকেটার বিজয়
** গণজাগরণ মঞ্চের হরতাল শুরু
** হরতালের সমর্থনে সিপিবি’র মিছিল
** রাত পোহালেই গণজাগরণ মঞ্চের হরতাল
** প্রতিবাদের হরতালে জেল হত্যা দিবস পালনের আহ্বান

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
বিএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।