ঢাকা: বহুল আলোচিত মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ সুরাইয়াকে ফের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে সুরাইয়ার বাবা বাচ্চু মিয়া ও মা নাজমা বেগম বাংলানিউজকে এ তথ্য জানান।
তারা জানান, সুরাইয়ার ডান চোখে সমস্যা আছে। চিকিৎসকের পরামর্শে তারা সুরাইয়াকে ফের ঢামেকে নিয়ে আসছেন। মাগুরা থেকে এসে নারায়ণগঞ্জের আদমজী এলাকায় এক আত্মীয়র বাসায় ওঠেছেন তারা।
বুধবার (০৪ নভেম্বর) সকালে সুরাইয়াকে তারা ঢামেকের চিকিৎসক শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কানিজ ফাতেমা শিউলিকে দেখাবেন।
ড. কানিজ ফাতেমা শিউলি বাংলানিউজকে বলেন, সুরাইয়ার বাবা-মায়ের সঙ্গে কথা হয়েছে। তারা সুরাইয়াকে বুধবার আমার কাছে নিয়ে আসবেন।
২৩ জুলাই মাগুরা শহরে যুবলীগের সমর্থক দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলার সময় গুলিবিদ্ধ হন যুবলীগ কর্মী কামরুল ভূঁইয়ার বড় ভাইয়ের গর্ভবতী স্ত্রী নাজমা বেগম ও চাচা মমিন ভূঁইয়া।
তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন রাতেই নাজমার অস্ত্রপচারের মাধ্যমে মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুটির জন্ম হয়। ওই শিশুটির নাম রাখা হয় সুরাইয়া। পরে আহত মমিন ভূঁইয়া ২৪ জুলাই রাতে মারা যান।
এ ঘটনায় গুরুতর আহত সুরাইয়া উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনা হয়। প্রায় এক মাস চিকিৎসা শেষে সুরাইয়াকে সুস্থ করে তাকে নিয়ে বাড়িতে ফেরেন সুরাইয়ার বাবা-মা। এবার প্রায় সাড়ে তিন মাস পরে সুরাইয়াকে নিয়ে ঢামেকে আসা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫ (আপডেট: ১০৩১ ঘণ্টা)
এজেডএস/টিআই