ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় শিল্পপতি তাজুল ইসলাম নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
সড়ক দুর্ঘটনায় শিল্পপতি তাজুল ইসলাম নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলায় ট্রাকের চাপায় শিল্পপতি কাজী তাজুল ইসলাম ফারুক (৬০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার নসরতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



তাজুল ইসলাম ফারুক হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, স্থানীয় শাহ সোলেমান ফতেহ গাজির মাজার থেকে তিনিসহ চারজন প্রাইভেটকারে করে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের নসরতপুর এলাকায় একজনকে নামিয়ে দেওয়ার জন্য তিনি গাড়ি থেকে নামেন।

এ সময় ঢাকা থেকে সিলেটগামী সবজিবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে আহত হন তিনি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। ঢামেকে নেওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈররে তার মৃত্যু হয়।

ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার প্রতিবাদে সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। সকাল পৌনে ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহানুদ্দিন নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

১/১১ এর পরে ওয়েস্টমন্ট পাওয়ার লিমিটেডে (Westmont power limited) চাঁদাবাজির অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি। পরে ২০১০ সালের ৩০ মে হাইকোর্ট এক আদেশে মামলাটি খারিজ করে দেন।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।