ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা-খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা-খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক ছবি: ফাইল ফটো

নাটোর: সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর রংপুর-দিনাজপুর-বগুড়া থেকে ঢাকা-খুলনা ও রাজশাহীর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।  

নাটোরের তেবাড়িয়া রেলক্রসিংয়ে লাইনচ্যুত আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সরিয়ে নেওয়ায় মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

   

এর আগে, সোমবার (২ নভেম্বর) রাত ১টার দিকে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন মালবাহী একটি ট্রাককে ধাক্কা দিলে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়।

নাটোর রেলস্টেশনের সহকারী মাস্টার অশোক চক্রবর্তী ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।