নেত্রকোনা: নেত্রকোনায় স্ত্রী রত্না রাণীকে (২৮) হত্যার দায়ে পরিতোষ সামন্ত (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আসামির উপস্থিতিতে নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি সুভাষ বণিক অজয় বাংলানিউজকে জানান, দাম্পত্য কলহের জের ধরে ২০০৬ সালের ২৮ আগস্ট (রবিবার) সকাল সাড়ে ৬টার দিকে স্ত্রীকে কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন পরিতোষ। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই তার মৃত্যু হয়।
ঘটনার দিন রত্নার ছোট বোন খালিয়াজুরী উপজেলার আদমপুর গ্রামের সুপ্তা রাণী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৭ সালের ২২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয়। পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার সকালে বিচারক এর রায় দেন।
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী অশোক কুমার তালুকদার।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫/আপডেট: ১৩০৫
এসআই