ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ব্লগার-লেখকদের হত্যাকারীরাই একাত্তরে পাকিদের সঙ্গে যুক্ত ছিল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
ব্লগার-লেখকদের হত্যাকারীরাই একাত্তরে পাকিদের সঙ্গে যুক্ত ছিল ড. আ আ ম স আরেফিন সিদ্দিক

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, যারা ব্লগার ও লেখকদের হত্যা করেছে তারাই একাত্তরে পাক বাহিনীর সঙ্গে যুক্ত ছিল।

এ সময় তিনি তদন্ত করে ওইসব হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক আলোচনা সভায় তিনি এ কথা করেন।

জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপাচার্য বলেন, আমরা সাধারণ মানুষ নিরাপত্তা চাই। কেননা দেশের উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করে এই সাধারণ মানুষের নিরাপত্তার উপর। তাই রাস্ট্রকে নির্দিষ্ট কাঠামোর মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন, সেদিনের বিশ্বাসঘাতক মুস্তাক ও তার দোসরদের চিহ্নিত করতে হবে। কেননা বঙ্গবন্ধু ও চার নেতার খুনীদের রায় কার্যকর এখন গণমানুষের দাবি।

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এসএ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হায়েকুজ্জামান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নুর নবী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ০৩ নভেম্বর, ২০১৫
এমএ/এফবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।