ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার টক অব দ্য টাউন

কে পাচ্ছেন নগর ভবনের দায়িত্ব

মাহবুবুর রহমান মুন্না, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
কে পাচ্ছেন নগর ভবনের দায়িত্ব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি সাময়িক বরখাস্ত হয়েছেন। ফলে নগর ভবনের মেয়রের চেয়ারটি এখন শূন্য।

এখন ভারপ্রাপ্ত মেয়র কে হচ্ছেন এ নিয়ে চলছে বিভিন্ন মহলে আলোচনা। সবার আলোচনা একটাই, মেয়র কে হচ্ছেন? যা পরিণত হয়েছে টক অব দ্য টাউনে।

আদালতে দু’টি মামলার অভিযোগপত্র গৃহীত হওয়ায় সোমবার (০২ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে মনিকে বরখাস্ত করেছে। মেয়র বরখাস্তের সংবাদ ছড়িয়ে পড়ার পর ভারপ্রাপ্ত মেয়র কে হচ্ছেন, তা নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক মহলে চলছে নতুন হিসাব-নিকাশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশন গেজেট অনুযায়ী কোনো কারণে কর্পোরেশনের মেয়র বরখাস্ত হলে, মারা গেলে বা কোনো কারণে ক্ষমতাচ্যুত হলে তার স্থলে দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র-১। সে অনুযায়ী কেসিসি’র প্যানেল-১ আনিছুর রহমান বিশ্বাসের দায়িত্ব পাওয়ার কথা। প্যানেল মেয়র-১ দায়িত্ব না পেলে দায়িত্ব পাবেন প্যানেল মেয়র-২ শেখ হাফিজুর রহমান হাফিজ। প্যানেল মেয়র-২ দায়িত্ব না পেলে সে ক্ষেত্রে পাবেন প্যানেল মেয়র-৩ রুমা খাতুন।

কিন্তু তিনজন প্যানেল মেয়রের মধ্যে ১নং ও ২নং বিএনপি সমর্থিত হওয়ায় কেউ কেউ বলছেন, দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে সবকিছুই নির্ভর করছে রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। ইতোপূর্বে যেসব সিটি কর্পোরেশনের মেয়রকে বরখাস্ত করা হয়েছে, সেখানে মেয়র প্যানেলের বাইরে গিয়ে কাউন্সিলরদের মধ্য থেকে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আর এ ক্ষেত্রে অনেকটা জোরালোভাবে আলোচনায় উঠে এসেছে সরকারদলীয় ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপনের নাম।

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ বলেন, ভারপ্রাপ্ত মেয়রের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার (০৩ নভেম্বর) মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আইন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সিটি করপোরেশন আইন অনুযায়ী, যে আইনে সিটি মেয়রকে বরখাস্ত করা হয়েছে, সেই ১২ ধারা এর উপধারা-২ এ বলা হয়েছে, সিটি করপোরেশনের কোনো মেয়রকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ প্রদান করা হলে, আদেশ প্রাপ্তির তিনদিনের মধ্যে বরখাস্তকৃত মেয়র, ক্রমানুসারে মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্যের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। এবং বরখাস্তকৃত মেয়রের বিরুদ্ধে আনীত মামলার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত অথবা তিনি অপসারিত হলে তার পরিবর্তে নতুন মেয়র নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত  মেয়র, বরখাস্তকৃত মেয়রের দায়িত্ব পালন করবেন।

আবার স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ এর ২১ ধারার উপধারা-২ এ বলা আছে, পদত্যাগ, অপসারণ অথবা মৃত্যুজনিত কারণে মেয়রের পদ শূন্য হলে নবনির্বাচিত মেয়র কার্যভার গ্রহণ না করা পর্যন্ত জ্যেষ্ঠতার ক্রমানুসারে মেয়রের প্যানেলের কোনো সদস্য মেয়রের সকল দায়িত্ব পালন করবেন।
২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি বিজয়ী হন। ওই বছরের ২৫ সেপ্টেম্বর তিনি মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচিত হওয়ার পর দুই বছর এক মাস আটদিনের মাথায় বরখাস্ত হলেন তিনি।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এমআরএম/এএসআর

** ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরলেন মনি
** ‘যারে দিয়া কাজ হয় না তারে রাইখা লাভ কি’
** খুলনা সিটির মেয়র মনিরুজ্জামান সাময়িক বরখাস্ত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।