খুলনা: কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই মিছিল ও সমাবেশের মধ্যদিয়ে খুলনায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে গণজাগরণ মঞ্চের ডাকা অর্ধদিবস হরতাল।
মঙ্গলবার (০৩ অক্টোবর) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল চলে।
এর আগে হরতাল চলাকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানায় গণজাগরণ মঞ্চ, খেলাঘর আসর, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, যুব ইউনিয়ন, উদীচী, মহিলা পরিষদ, টিইউসি, ক্ষেতমজুর সমিতিসহ প্রগতিশীল ও মুক্তমনা বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা, শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিন লেখককে হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত (অর্ধবেলা) হরতালের ডাক দেয় গণজাগরণ মঞ্চ।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এমআরএম/আরএইচএস/এএ