ফেনী: ফেনীতে ভ্রাম্যমাণ আদালতে জব্দ করা মালপত্র পুড়িয়ে ধ্বংস করার সময় অগ্নিদগ্ধ ফাজিলপুর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা শামছুল আলম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফেনী সদর উপজেলার ফাজিলপুরে বালু উত্তোলনের যন্ত্রপাতি পুড়িয়ে ধ্বংস করার সময় অগ্নিদগ্ধ হন তিনি।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম ভূমি কর্মকর্তার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্টরা জানায়, বৃহস্পতিবার ফেনী সদর উপজেলার ফাজিলপুর রেল ব্রিজের নিচে অবৈধভাবে বালু উত্তোলনের যন্ত্রপাতি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার রাশেদুল কাদের ও সহকারী কমিশনার মোহাম্মদ আলীর নেতৃত্বে অভিযানে জব্দ করা প্রায় ৬০০ ফুট পাইপ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় অসাবধানতাবসত ফাজিলপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা শামছুল আলম (৪৫) ও অফিস সহকারী তপন চন্দ্র দাস (৪০) অগ্নিদগ্ধ হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শামছুল আলমকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ছয় দিন পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
এমজেড