ঢাকা: সমাজ পরিবর্তনের অঙ্গীকার- এ স্লোগানকে সামনে রেখে ফেনীর সামাজিক সংগঠন সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেলে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের গ্রেইসফুল আদর্শ মাদরাসা মিলনায়তনে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক স্বদেশ পত্র ও শমসের নগর সম্পাদক এন এন জীবন।
সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান এম শরীফ ভূঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন, গ্রেইসফুল আদর্শ মাদরাসার প্রতিষ্ঠাতা মুহাম্মদ ছলিম উল্যাহ, ফাউন্ডেশনের পরিচালক কাউসার আহমেদ, সাংবাদিক মাছুম বিল্লাহ ভূইঁয়া, সমির উদ্দিন ভূঞা, ফাউন্ডেশনের সদস্য কবি সজীব ওসমান, এনামুল হক, জহিরুল হক খান সজীব, ব্যবসায়ী সামছুল হক, রবিউল হক, মমিনুল হক প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ফাউন্ডেশনের পরিচালক আবুল বাশার সবুজ, আবু ছায়েদ অনিক, ব্যবসায়ী আনোয়ার হোসেন, এরশাদ উল্যাহ, প্রবাসী ইব্রাহিম।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএইচ