ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়নগর থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
বিজয়নগর থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (০৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী বিষ্ণপুর ইউনিয়নের কালাছাড়া এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।



১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোরে কালাছাড়া এলাকায় বিজিবির একটি দল টহল দিচ্ছিলেন। এসময় কয়েকজন চোরাকারবারীরা মাথায় করে গাঁজার বস্তা নিয়ে যাবার সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে চোরাকারবারীরা বস্তা ফেলে পালিয়ে যান। বিজিবি সদস্যরা বস্তাগুলো ভেতর থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেন।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।