ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ভারত ফেরত ২১ বাংলাদেশি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
বেনাপোলে ভারত ফেরত ২১ বাংলাদেশি আটক ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফের‍ার সময় ২১ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি- ২৩) সদস্যরা।

এদের মধ্যে ১২ জন নারী, সাত পুরুষ ও দু’জন শিশু রয়েছে।



মঙ্গলবার (০৩ নভেম্ববর) দিনগত রাত পৌনে ১১টার দিকে ভারত সীমান্তবর্তী বেনাপোলের গাতিপাড়া আম বাগান থেকে তাদের আটক করা হয়। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

আটকদের পরিচয় জানা যায়নি। তবে তারা খুলনা, সাতক্ষীরা, নড়াইল ও বরিশাল  জেলার বাসিন্দা বলে বিজিবি জানায়।

২৩ ব্যাটালিয়ন দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল জলির বাংলানিউজকে জানান, তাদের কাছে খবর আসে পাচারকারীরা বেনাপোলের গাতিপাড়া সীমান্ত পথে বেশ কিছু নারী-পুরুষকে সীমান্ত পথে পারাপার করছে। এসময় বিজিবি সদস্যরা অভিযান চালালে পাচারকারীরা তাদের ফেলে পালিয়ে যান। পরে সেখান থেকে ২১ বাংলাদেশিকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) সুজিত বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের আইনে মামলা হয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।