দিনাজপুর: দিনাজপুর শহরের রেলক্রসিং এলাকা থেকে চুরি করার সময় আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের সর্দার মার্শালকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ অক্টোবর) রাত দেড়টার সময় তাকে গ্রেফতার করা হয়।
মার্শাল শহরের কসবা এলাকার ফারুক মহুরীর ছেলে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেল চুরি করার সময় মার্শালকে গ্রেফতার করেছে পুলিশ। তার নামে দিনাজপুর ও এর আশেপাশের জেলার বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এটি