সিলেট: বাড়তি নিরাপত্তায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ডগ স্কোয়াডসহ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে ডগ স্কোয়াডসহ ৬ বিজিবি সদস্য মোতায়েন করা হয় বিমানবন্দরে।
সকালে ওনমানী বিমানবন্দরে প্রেসব্রিফিংয়ে বিজিবি-৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর লুৎফুল করিম বলেন, ওসমানী বিমানবন্দরে ডগ স্কোয়াডসহ বিজিবি সদস্যরা সার্বক্ষণিক মোতায়েন থাকবেন। তারা পর্যায়ক্রমে রুটিন করে ডিউটি পালন করবেন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিরাপত্তা ও তল্লাশির স্বার্থে দু’টি ডগ স্কোয়ার্ড ও বিজিবি সদস্যরা সকাল থেকে কর্তব্যরত রয়েছেন।
সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বাংলানিউজকে বলেন, অন্য বিমানবন্দরের মতো এখানেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র জানায়, নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরে দর্শনার্থীদের প্রবেশেও রয়েছে নিষেধাজ্ঞা। এছাড়া বিমানবন্দর ও আশপাশের এলাকায় গাড়িতে তল্লাশিও অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশ সময়: ১১২৮/১৪০২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এনইউ/এএ