ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডায় ২ অপহরণকারী আটক, অপহৃত ব্যক্তি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
বাড্ডায় ২ অপহরণকারী আটক, অপহৃত ব্যক্তি উদ্ধার

ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে আব্দুল আউয়াল (২৯) ও বিল্লাল হোসেন (২২) নামে দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এ সময় অপহৃত মুজিবুর রহমানকে উদ্ধার করা হয়েছে।



মঙ্গলবার (০৩ নভেম্বর) দিনগত গভীর রাতে ডিআইটি প্রজেক্টের একটি আবাসিক ভবনের ষষ্ঠ তলা থেকে তাদের আটক করা হয়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা পেশাদার অপহরণকারী। তারা মানুষকে নানাভাবে প্রলোভন দেখিয়ে অপহরণ করে মুক্তিপণ হিসেবে মোটা অঙ্কের টাকা দাবি করতেন।

তিনি আরও বলেন, সর্বশেষ তারা মুজিবুরকে প্রলোভন দেখিয়ে চাঁদপুর থেকে ঢাকায় নিয়ে আসেন এবং আটকে রেখে তার পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করেন।

এ বিষয়ে মুজিবুরের পরিবার থানায় অভিযোগ করলে প্রযুক্তিগত সহায়তা নিয়ে অপহরণকারীদের আটক করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
এনএ/আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।