ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি, আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ঘাটুরা এলাকায় সদর থানা পুলিশের পিকআপ ভ্যানকে লক্ষ্য করে গুলির ছোড়ার ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) গভীর রাতে ঘাটুরা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন ওই গ্রামের স্বপন (২০), আমির (২৫) ও শাহীন (২৮)।

ব্রাহ্মণবাড়িয়া সদরের সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, রাতেই ঘাটুরা গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে স্বপনের কাছ থেকে ৪৮পিস ইয়াবা জব্দ করা হয়।

তাপস রঞ্জন আরও জানান, ওই যুবকেরা প্রাইভেটকারে ইয়াবার চালান নিয়ে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। আটক তিন যুবকের নামে পুলিশের উপর হামলা ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে ঘাটুরা এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি প্রাইভেটকার থেকে পুলিশের পিকআপ ভ্যানকে লক্ষ্য করে গুলি চালায় ওই তিন যুবক। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি খাদে পড়ে গেলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।