নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলার পাইলাটি সালতাপুর গ্রামে চাচী দোলনা আক্তারকে (৫০) কুপিয়ে হত্যা করেছে ভাতিজা রাজীব (২৮)।
বুধবার (০৪ নভেম্ব) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, রাজীব সারারাত বাইরে থাকার পর সকালে বাড়ি ফেরে। চাচী রাজীবের রাতে বাইরে থাকার কারণ জানতে চাইলে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে তিনি (রাজীব) ক্ষিপ্ত হয়ে তার চাচীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এসএইচ